December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 7th, 2024, 6:53 pm

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক হত্যা :  আটক ১

আবুল কালাম আজাদ, পাবনা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার চরঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় শান্ত নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
 বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে শিমুল (২১)।  তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)।
পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল হচ্ছিলো। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেবার আগেই মারা যায় শিমুল।
এ ব্যাপারে ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।