January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 8:10 pm

পাবনায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও

পাবনা বেড়া উপজেলার আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। স্থানীয়রা ধারণা করছেন, কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

উধাও হওয়া একটি কঙ্কালের স্বজন মাসুদ রানা বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।’

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, কবর থেকে কঙ্কালগুলো উধাও হয়েছে। একরাতে নয়, বিভিন্ন সময়ে কঙ্কালগুলো উধাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘কঙ্কালগুলো চুরি হয়েছে কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবরগুলো খোড়া দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

—-ইউএনবি