পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আমিরুল আটঘরিয়া থানার নাদুরিয়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২২ ফেব্রæয়ারি তারিখে আসামী আমিরুল ও তার ৪ বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। পওে ভিকটিম বাদী হয়ে আটঘরিয়া থানায় ৫ জনকে আসামী কওে একটি ধর্ষণ মামলা করেন। আজ শনিবার ভোররাত সোয়া ১টার দিকে নাদুরিয়া গ্রাম থেকে আমিরুলকে গ্রেফতার কওে র্যাব। সকালে তাকে পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল