April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 22nd, 2025, 3:48 pm

পাবনায় গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল র‌্যাবের হাতে গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

আজ শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আমিরুল আটঘরিয়া থানার নাদুরিয়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২২ ফেব্রæয়ারি তারিখে আসামী আমিরুল ও তার ৪ বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। পওে ভিকটিম বাদী হয়ে আটঘরিয়া থানায় ৫ জনকে আসামী কওে একটি ধর্ষণ মামলা করেন। আজ শনিবার ভোররাত সোয়া ১টার দিকে নাদুরিয়া গ্রাম থেকে আমিরুলকে গ্রেফতার কওে র‌্যাব। সকালে তাকে পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।