পাবনা প্রতিনিধি:
পাবনা শহরের কালাচাঁদ পাড়ায় প্রকাশ্য দিনের বেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জওহরলাল বসাক তুলশী (৭৭)গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তাঁর বাড়িতে একাকী থাকতেন। তাঁর অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। শিক্ষক তুলশী সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সুত্র জানায়,দুপুরের দিকে তুলশী স্যার বাজার থেকে বাড়িতে আসেন।এসময় আগে থেকে দুজন দুর্বৃত্ত দাঁর বাড়িতে অবস্থান করছিলেন। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর করে।তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে মুখ খুলছেননা। প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বত্তদের চিনতে পেরেছেন এজন্য ভয়ে কিছু বলছেন না।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।সারাদিন এই বিষয়টি চাপা পড়ে ছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত শিক্ষক এর বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, , দুইজন ছিনতাইকারী জহরলাল বসাক তুলসির বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রপ ভেঙ্গে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আবুল কালাম আজাদ
পাবনা প্রতিনিধি
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা