পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ তরুণ বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগারমিলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর-আজমপুর এলাকার মৃত মাসুমের ছেলে প্রাইভেটকারের চালক সিফাত (২০), মৃত আনোয়ার কবিরের ছেলে বিজয় (২০), ইলিয়াস হোসেনের ছেলে শিশির ইসলাম (১৫), কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ হোসেন (১৪) ও ভারইমারীর ওয়াজ উদ্দিনের ছেলে সাওন (১৮)।
আহত একই এলাকার জাপান খন্দকারের ছেলে সাইদ (১৮) ও সুমন খন্দকারের ছেলে নাইমকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারটি দ্রুতগতিতে পাবনা শহরের দিকে যাচ্ছিল। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে এটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই বন্ধু। তাদের মধ্যে ৫ জন মারা গেছেন। অপর দু’জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
—–ইউএনবি
আরও পড়ুন
রাজশাহী শহরের নিজ বাসা থেকে অপহ্নত নারী চিকিৎসকে পাবনা সদর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে