পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারার বিজরামপুর গ্রামে লগা বাবলু(৪০) নামের এক পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি(সর্বহারা) দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত লগা বাবলু পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজরামপুর গ্রামের ওছন মিয়ার ছেলে ও পূর্ববাংলা সর্বহারা দলের আঞ্চলিক নেতা।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিজরামপুর মাঠের মধ্যে তাকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসিরা জানান, নিহত লগা বাবু নিষিদ্ধঘোষিত সরবহারা দলের নেতা ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারন এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।
আরও পড়ুন
ডামুড্যা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ইন্টার্নশীপের তিন মাসের ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন
শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতা শামীমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত