April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 29th, 2025, 11:23 am

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নাতনীকে বাঁচাতে গিয়ে ট্রেনের কাটা পড়ে নানা ও নাতনী দুইজনেরই মৃত্যু  হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫), বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনী।
স্থানীয়দের সূত্রে জানা যায়,  সন্ধ্যায় নানা বাবুল সরদারের সাথে নাতনি মুনতাহার রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়ালের সময় বাঘাইল দোতলা সাঁকো সংলগ্ন স্থানে পৌঁছালে নাতনি মুনতাহার দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এসময় নানা বাবুল সরদার তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। আহত নাতনি মুনতাহারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জিআরপি ঈশ্বরদী থানার (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।