জেলা প্রতিনিধি, পাবনা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার পাবনা জেলার ৫টি আসনের জন্য আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, জাকের পার্টির ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরাজ কবীর এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, বিএনএম পার্টির সংগীত শিল্পী ডলি সায়ন্তনী সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপির ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন এমপি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা-৫ (সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম ফারুক খন্দার প্রিন্স এমপি, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদর, ওয়ার্কাস পার্টির জাকির হোসেনসহ জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাবনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিপরীতে মোট ৩৭ জনের মনোনয়নপত্র পেয়েছি। আগামী ৩ নভেম্বর পাবনা ১, ২, ৩ আসনের এবং ৪ নভেম্বর ৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, মোটামুটি সবাই আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২