জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী শামীম হোসেন(৩৮)কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের নুর আলীর ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের চাচা আবদুল খালেক জানান, তার ভাতিজা শামীম নৌকার পক্ষে ভোট করেছিল বলেই নীলু চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগীদের নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
সদর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
রাতে নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতকদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত