December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 9th, 2021, 8:57 pm

পাবনা থেকে সহযোগীসহ আড়ানী মেয়র মুক্তার গ্রেপ্তার

রাজশাহী বাঘা উপজেলা আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীসহ রজন নামের এক সহযোগীকে পাবনা জেলার ঈশ^রদী থঅনার পাকশিতে অভিযান চালিয়ে তার এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার একটি এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টার আতিকের নেতৃত্ব।

জেলা প্রতিনিধি :

প্রতিপক্ষ প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরীফের পিছনের দিকের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম। তিনি বলেন, মঙ্গলবার রাতে শিক্ষকের করা মামলার পর মেয়রের বাড়িতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। অতঃপর তার বাড়ি সার্চ করে চারটি অস্ত্র, বেশ কিছু মাদক ও নগদ ৯৫ লাখ টাকা পাওয়া যায়। এতে তার স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হলেও মেয়র মুক্তার আলী পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল শুক্রবার ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকা থেকে তার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়র মুক্তারের সঙ্গে রজন নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। তিনি বলেন, মেয়রসহ আটক ব্যক্তিকে ভোরে গ্রেপ্তার করে সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নিয়ে আসা হয়েছে। তার বাড়িতে আরেক দফায় তল্লাশি চলছে। সেই সঙ্গে মেয়রের সহযোগী রজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।