January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 8:13 pm

পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে, চিনির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা

ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয় প্যাকেটজাত চিনির দাম কেজি প্রতি ৯৫ টাকা, খোলা চিনি ৯০ টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটার ১২৫ টাকা নির্ধারণ করেছে।

বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আজ পর্যন্ত খুচরা বাজারে পাম সুপার তেলের (বোতলবিহীন) দাম লিটার প্রতি ১৩৩ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সে হিসেবে পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে এবং চিনির দাম কেজিতে ৬ টাকা বেড়েছে।

মন্ত্রণালয়ের উদ্বেগের বিষয় বিটিটিসির সুপারিশ অনুযায়ী, মিলগেটে প্রতি লিটার পাম সুপার (বোতলবিহীন) তেল বিক্রি হবে ১২০ টাকায়, পরিবেশকরা বিক্রি করবে ১২২ টাকায় এবং খুচরা বা ভোক্তা পর্যায়ে বিক্রি হবে সর্বোচ্চ ১২৫ টাকায়।

প্রতি কেজি খোলা চিনি মিলগেটে ৮৫ টাকায়, পরিবেশক পর্যায়ে ৮৭ টাকায় এবং খুচরা পর্যায়ে ৯০ টাকায় কেনা যাবে। এবং পরিবেশকরা মিলগেটে ৯০ টাকায় প্যাকেটজাত চিনি কিনে ভোক্তা পর্যায়ে ৯৫ টাকায় বিক্রি করবেন।

—-ইউএনবি