বরিশালের পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ দুদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ জুন) সকালে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকার পায়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ সাব্বির আহমেদ জানান, শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে পায়রা নদীতে চার বন্ধু মিলে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহিম।
তিনি জানান, নদীতে সাঁতার কাটার সময় স্রোতে ভেসে যায় ফাহিম। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের দুই দিন পর সোমবার সকালে ফাহিমের লাশ উদ্ধার হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল বলেন, ‘ফাহিমের সঙ্গে থাকা তিন বন্ধু পাড়ে উঠতে পারলেও ফাহিম ডুবে যায়। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই