October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 4:42 pm

পায়ের নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন পরিবার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একজন নার্গিস আক্তার বলে দাবি করেছেন তার বোন মৌসুমি আক্তার। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে তিনি জানান, বোনের পায়ে থাকা নূপুর দেখে লাশটি শনাক্ত করেন তারা।

পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে সংসারের ভার ভাগাভাগি করতে নার্গিস একটি গার্মেন্টসে চাকরি নেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করে তিনি কর্মজীবনে পা রাখেন, উদ্দেশ্য ছিল ফল বিক্রেতা বাবার কাঁধের বোঝা হালকা করা। চার বোন ও এক ভাইয়ের সংসারে বড় আশা ছিলেন তিনি। কিন্তু প্রথম বেতন পাওয়ার আগেই চিরবিদায় নিতে হলো তাকে।

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাশের অপেক্ষায় থাকা মৌসুমি বলেন,
“আগুন লাগার খবর পেয়ে আমরা পরিবারসহ রূপনগরে ছুটে যাই। গিয়ে দেখি, যে গার্মেন্টসে নার্গিস কাজ শুরু করেছিল, সেটিতেই ভয়াবহ আগুন। বিকেল নাগাদ একে একে পোড়া মরদেহ বের করা হচ্ছিল। মুখ দেখে কারও পরিচয় বোঝা যাচ্ছিল না, কিন্তু বাবা বোনকে চিনতে পারেন শুধু পায়ের নূপুর দেখে।”

তিনি অভিযোগ করেন, “আগুন লাগার অনেক পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তারা শুধু আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু ভেতরে ঢুকে কাউকে উদ্ধারের উদ্যোগ নেয়নি। তাই এত মানুষ পুড়ে মারা গেছে।”

মৌসুমী আরও জানান, মঙ্গলবার রাতে নার্গিসের লাশ শনাক্ত করা হয়। আজ (বুধবার) ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। বাবার নমুনা নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের একটি রাসায়নিক গুদাম ও সংলগ্ন পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, “এ পর্যন্ত সাতটি মরদেহের দাবিদার স্বজনেরা থানায় এসেছেন। আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজে লাশ শনাক্ত করেছেন বলে খবর পেয়েছি। সবার ডিএনএ নমুনা রেখে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। বিশেষ নিরাপত্তা পোশাক পরে দমকলকর্মীরা গুদামের ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশপাশের এলাকাতেও ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এনএনবাংলা/