July 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 17th, 2025, 5:47 pm

পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

১১৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ নিলামে তুলেছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানটির নাম পারটেক্স কোল লিমিটেড। ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করেনি প্রতিষ্ঠানটির। ফলে ঋণটি ডিফল্ট বা খেলাপি হয়ে গেছে।

সম্প্রতি ব্যাংক এশিয়ার মহাখালী শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। ঋণ শ্রেণিকরণ হওয়ার পর আইন অনুযায়ী বন্ধকি সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া। নিলাম বিজ্ঞপ্তিতে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোলের ৫০ শতাংশ মালিক। নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে মোট ২৫৯ দশমিক ৩৬ শতক জমি ও বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদ ঢাকা ও গাজীপুরে অবস্থিত। আগামী ৩ আগস্ট পর্যন্ত এসব সম্পদের দরপত্র জমা দেওয়া যাবে।

জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সালের মার্চ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করে থাকে।