অনলাইন ডেস্ক :
একদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু এখন জানা গেল, সাদা বলের দুই সিরিজেই খেলা হচ্ছে না তার। করোনাক্রান্ত বাবা-মায়ের জন্য দেশে ফিরেছেন তিনি। বুধবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির বিবৃতি অনুযায়ী, পারিবারিক কারণে ফের সিদ্ধান্ত বদলে দেশে ফিরতে হয়েছে মুশফিককে। তবে এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। অর্থাৎ সাদা বলের দুই সিরিজ থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুশফিকের অংশগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেল। তবে সিরিজের ভবিষ্যৎ নিয়েই এখনও শঙ্কা রয়ে গেছে। কারণ করোনা পরিস্থিতির অবনতির কারণে পুরো দেশেই এখন কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তবে ১৫ জুলাই থেকে চলমান বিধি-নিষেধে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধের সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
আরও পড়ুন
মৌসুমসেরা ফুটবলারদের বাফুফের পুরস্কার
২৯ স্ট্রাইকরেট, ৩৩ গড়, নেই কোনো ছক্কা—ভারতীয় দলে এই খেলোয়াড় না থাকাতেই খুশি হ্যাজলউড
ডেঙ্গুতে হাজারের বেশি আক্রান্ত, একজনের মৃত্যু