November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 7:26 pm

পারিবারিক দ্বন্দ্বে নিরাপত্তাহীনতায় পপি

ফাইল ফটো

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবারও আলোচনায় এসেছেন। এবার কোনো সিনেমার কারণে নয়, বরং পারিবারিক বিরোধ ও নিরাপত্তা সংকট নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী তার জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পপি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি ও জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তার প্রতি ঘন ঘন হুমকি ও ভয়ভীতি তৈরি করা হচ্ছে। বিশেষ করে তার চাচাতো বোনের স্বামী, তারেক আহমেদ চৌধুরী তাকে হুমকির উদ্দেশ্যে ফোন করেছেন বলে তিনি উল্লেখ করেছেন।

পপি বলেন, “বছরখানেক ধরে এই ভয়ভীতি বেড়ে চলেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনলেও খুলনায় যাওয়ার সাহস হয়নি। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।”

পপি আরও দাবি করেন, ২০০৭ সালে তার চাচা কবির হোসেন থেকে কেনা জমির দলিল থাকা সত্ত্বেও বর্তমান সময়ে তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক জমিটি দখল করে রেখেছেন। তিনি জানান, জমি ব্যবহার করতে গেলে নিয়মিত হুমকি-ধমকির মুখোমুখি হতে হচ্ছে। অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার ওপর হয়রানিও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে তারেক আহমেদ চৌধুরী জানান, “বিষয়টি ভিত্তিহীন। আমি কোনো হুমকি-ধমকি দিইনি।”

পপির অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন এবং সংবাদ সম্মেলন করেছিলেন।

এনএনবাংলা/