January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 7:16 pm

পারিশ্রমিক কমালেন আয়ুষ্মান

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। বক্স অফিসে অন্যতম সফল অভিনেতা তিনি। করোনা মহামারির পর অক্ষয় কুমার, শহিদ কাপুর, জন আব্রাহাম, রাজকুমার রাও-সহ কয়েকজন বলিউড অভিনেতা পারিশ্রমিক কমিয়েছেন। এবার তাদের দলে নাম লেখালেন আয়ুষ্মান। ১০ কোটি পারিশ্রমিক কমিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্যটি জানা গেছে। আয়ুষ্মান অভিনীত সর্বশেষ সিনেমা ‘অনিক’ ও ‘চ-ীগড় কারে আশিকি’। বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এই দুই সিনেমা। একজন বক্স অফিস বিশ্লেষক সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আয়ুষ্মান সাধারণত পারিশ্রমিক হিসেবে ২৫ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু করোনা মহামারির সময় প্রযোজকদের লাভের কথা ভেবে কিছুটা পারিশ্রমিক কমিয়েছেন। এখন তিনি ১৫ কোটি নিচ্ছেন। বাকি ১০ কোটি তিনি সিনেমার লভ্যাংশের ওপর ছেড়ে দিয়েছেন। এতে করে সিনেমা ব্লকবাস্টার হলে আরো বেশি আয় করতে পারবেন তিনি। অন্যদিকে, নির্মাতাদেরও আয়ুষ্মানের পারিশ্রমিক নিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে না।’ বর্তমানে আয়ুষ্মানের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।