December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 6:25 pm

পার্বত্য অঞ্চলে মানবতার অগ্রদূত হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২২ অক্টোবর ২০২৫, বুধবার, নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী। দুর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং বৃদ্ধ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে।

নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক সর্বমোট ৮৭ জন জনসাধারণকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

বাংলা‌দেশ সেনাবাহিনী মান‌বিক কার্যক্রম হি‌সে‌বে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত জনকল্যাণমূলক কার্যক্রমকে স্থানীয় সর্বস্ত‌রের জনসাধারণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীন পরিবারদের গৃহ নির্মাণ সামগ্রী, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, দুর্গম পাহারে বিশুদ্ধ নিরাপদ পানি সরবরাহের জন্য সাবমার্সেবল পাম্প প্রদান, অসহানয় গরিবদের মাঝে ডেউটিন বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, তরুণদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে খেলাধুলা সামগ্রী প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীলের আলমারি প্রদান সহ বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।