অনলাইন ডেস্ক :
সাফ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলে থাকা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাঁচ কৃতী নারী খেলোয়াড়কে সংবর্ধনা দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকালে বান্দরবানে সাংবাদিকদের এ তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘দ্রুত তাদেরকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হবে। আমরা ইতোমধ্যে তাদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রীড়াবিদ গড়ে তোলার বিষয়টি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার বিষয়। ২০০৯ সালে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ধারাবাহিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে কাজ করছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। ’পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর নিজেও একজন কৃতী ফুটবলার। ফুটবল রেফারি হিসেবেও তার খ্যাতি রয়েছে। মাঠের জনপ্রিয়তাই তাকে রাজনীতির মাঠে টেনে নিয়ে এসেছে।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার