April 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 5:03 pm

পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনে সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম

অনলাইন ডেস্ক

বাংলাদেশের্র সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

পিসিএর সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তার মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান শুক্রবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সম্প্রতি পিসিএর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।