January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 12:13 pm

পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট

অনলাই্ন ডেস্ক :

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়িদ পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
পার্লামেন্ট স্থগিত করার একমাস পর মেয়াদ বাড়ানোর এ ঘোষণা এলো। বিরোধিরা পার্লামেন্ট স্থগিতকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছিল।
এদিকে প্রেসিডেন্ট দেশের আইনপ্রণেতাদের দায়মুক্তি তুলে নেয়ার মেয়াদও বাড়িয়েছেন।
সোমবার ইস্যুকৃত বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডিক্রিবলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত এবং আইনপ্রণেতাদের দায়মুক্তি প্রত্যাহারের মেয়াদ বাড়িয়েছেন।
বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়, প্রেসিডেন্ট আগামী কয়েকদিনের মধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
দক্ষিণ আফ্রিকার দেশটিতে সায়িদ গত ২৫ জুলাই সরকার হটিয়ে পার্লামেন্ট একমাসের জন্য স্থগিত করেন।
যদিও তিনি দেশকে সংকট থেকে বাঁচাতে প্রয়োজনীয় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন।
ক্ষমতায় তার এ হস্তক্ষেপ দেশটির বিচারকসহ বিরোধী বিশেষ করে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ইন্নাদহা পার্টি তীব্র নিন্দা জানিয়েছে।