January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 8th, 2024, 8:52 pm

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র-চীন

অনলাইন ডেস্ক :

বাণিজ্যিক দ্বন্দ্বের পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনায়ও যুক্তরাষ্ট্র-চীন পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় যুক্তরাষ্ট্রের পাঁচ কম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। কম্পানিগুলো হলো-বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরোনমেন্ট, ভিয়াসাত ও ডাটা লিংক সলিউশনস। চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলেও বিষয়টি নিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, পাঁচটি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে বেইজিং।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার কারণেই এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর নিষেধাজ্ঞার আওতায় পড়া এসব কম্পানির সম্পত্তি জব্দ করা হবে এবং প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চীন থেকে নিষিদ্ধ করা হবে। সূত্র: আলজাজিরা