November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 9:35 pm

পাস না করেই নামের সঙ্গে ‘এফসিপিএস’, জাহাঙ্গীর কবীরকে বিএমডিসির শোকজ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

জানা গেছে, এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ওই ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “আপনি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করে নামের পাশে উক্ত ডিগ্রি লিখে চিকিৎসাকার্য পরিচালনা করছেন।”

এ বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে অবহিত করেছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, “আপনি উক্ত ডিগ্রি সম্পন্ন না করে এবং বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া এ ধরনের ডিগ্রি ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন।”

ডা. জাহাঙ্গীর কবীরকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/