October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 4:17 pm

পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ: খাগড়াছড়ি রিজিওন কমান্ডার

 

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, খাগড়াছড়িতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এই অস্থিতিশীলতার প্রভাব তিন পার্বত্য জেলাতেই পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার এ প্রচেষ্টা একটি বৃহৎ পরিকল্পনার অংশ। দেশের সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেগুলো ব্যাহত করার উদ্দেশ্যে ইউপিডিএফ নানা ঘটনা ঘটিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নগরীতে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে। পরে গুইমারায় সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজন নিহত হন, যার জন্য ইউপিডিএফকে দায়ী করেন তিনি।

এদিকে, টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা বহাল রয়েছে। শহরে প্রবেশ বা প্রস্থানকালে তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে স্থানীয়দের। যদিও জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল করা হয়েছে, তবে এখনো বন্ধ রয়েছে সব অভ্যন্তরীণ ও দূরপাল্লার পরিবহন।

উল্লেখ্য, খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর এবং রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এনএনবাংলা/