জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। ২৪ আর্টিলারী ব্রিগেড এ পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শান্তি প্রতিষ্ঠার কাজে দায়িত্ব পালন করতে গিয়ে এ ব্রিগেডের অনেক সদস্য জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের এ ভূ খন্ড রক্ষা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সকল ত্যাগ স্বীকার করে এ ব্রিগেড তথা সেনাবাহিনী ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।
রোববার(৫ জুন) ২৪ আর্টিলারী ব্রিগেডের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুইমারা রিজিয়ন সদরে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহম্মেদ, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেক, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: হাফিজুর রহমান, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাউদ্দিন নয়ন, ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: জাহাংগীর আলম, ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মঞ্জুরুল কবির, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, মাটিরাঙ্গা পৌর মেয়র শামছুল হক, জেলা পরিষদের সদস্য মো: মাঈন উদ্দিনসহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ছাড়াও আনুষ্ঠানিকভাবে কেক কাটা, বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয় ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২