অনলাইন ডেস্ক :
সিলেটের জাফলংয়ে শুটিং চলাকালে আহত হয়েছেন চিত্রনায়ক নিরব। সেখানকার একটি পদ্মবিলে বুধবার রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে তার বাঁ পায়ের তালু কেটে জখম হয়েছে। দ্রুত স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার পায়ে ব্যান্ডেজ। এজন্য শুটিং করতে পারছেন না। বিশ্রামে আছেন তিনি। জাফলং থেকে বৃহস্পতিবার সকালে খবরটি জানিয়েছেন নিরব। সাইফ চন্দনের পরিচালনায় জাফলংয়ে ‘কয়লা’ সিনেমার শুটিং করছিলেন নিরব। তার সঙ্গে সেখানে শুটিং করছিলেন চিত্রনায়িকা বুবলীও। তবে তিনি সুস্থ আছেন। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ নায়ক বলেন, যে পদ্মবিলে শুটিং করছিলাম সেখানে সাপ ও জোঁকে ভরা। এসবের মধ্যে পানিতে নেমে শুটিং করছিলাম। শেষ দৃশ্যটি পুনরায় শুট দেওয়ার সময় আমার পায়ে প্রায় ৫ ইঞ্চির একটি বিশাল জোঁক কামড় দেয়। ‘প্রথমে বুঝতে পারিনি সেটি জোঁক। পরে কোনোভাবেই জোঁকটিকে ছাড়াতে না পেরে নৌকার বাঁশের ছাঁচে সজোরে ঘষা দিলে অনেকখানি পায়ের তালু জখম হয়। শুটিং তো দূরের কথা, এখন আমি হাঁটতেও পারছি না। আমার শুটিং বন্ধ হওয়ায় ইউনিটের অন্যরাও বিপদে পড়েছে।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব