September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 8:35 pm

পিআর ও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার কোনো ভিত্তি নেই, বিএনপি এ ব্যবস্থার পক্ষে নয়।

বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। বিএনপি বিশ্বাস করে—যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে।

ফখরুল বলেন, আমরা আগেও বলেছি—কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আবার আলোচনার পরিবর্তে রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করাও গণতন্ত্রের জন্য শুভ নয়।

এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘে দেশের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।

এনএনবাংলা/