টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি বুঝে না। পুর্বে যে পদ্ধতিতে মানুষ ভোট দিতে অভ্যস্ত, সে পদ্ধতিতেই ভোট দিবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আর যারা নির্বাচন নিয়ে বিরোধিতা করছেন তারা গণতন্ত্রের শত্রু।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ১২ টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
টুকু বলেন, ভিপি নির্বাচন ও জাতীয় নির্বাচন এক কথা নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি কে প্রত্যাখ্যান করেছেন। কোন অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। সরকার ঘোষিত সঠিক সময়েই নির্বাচন হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা বলতে চাই আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যাতে এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস না থাকে, কোন চাদাবাজি না থাকে, কোন নৈরাজ্য না থাকে। সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল গড়তে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব সহ সদর উপজেলার ১২টি ইউনিয়নে তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়