October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:19 pm

পিআর প্রদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতের স্মারকলিপি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি :

পিআর প্রদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করেছে

জামায়াতে ইসলামী। রোববার(১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এর আগে শহরের শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান,অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মো. মাজহারুল ইসলাম। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন  জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর উপজেলা  সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

 

পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।

 

৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।