বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ঝুলন্ত সংসদের সৃষ্টি করে। তার দাবি, সাধারণ মানুষ এই পদ্ধতির প্রতি বিরূপ মনোভাব রাখে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জিয়াউর রহমানের মাজারে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা পিআর বলতে বুঝি পাবলিক রিলেশন, অর্থাৎ জনসংযোগ। বর্তমানে সবাই জনসংযোগে ব্যস্ত, আর সেটিই আমরা বিশ্বাস করি। তবে যারা ‘প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন’-এর আড়ালে দেশে স্থায়ী অস্থিরতা বা ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ তৈরি করতে চায়, তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে।”
তিনি আরও জানান, বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতির বিভাজনে বিশ্বাস করে না। দলটি সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত রাজনৈতিক পথ অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে চায়।
সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, দেশে গণতান্ত্রিক উত্তরণের পথে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র তৈরি হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, এতে দেশি ও বিদেশি শক্তির ভূমিকা থাকতে পারে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধ, এবং তারা যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, এবং সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে জনসংযোগ শুরু করেছেন। তিনি সতর্ক করে বলেন, “যদি কেউ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, জনগণ তাদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে প্রত্যাখ্যান করবে।”
অবশেষে, তিনি সব রাজনৈতিক দলকে বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা