বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভাঙতে পারে এবং শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গড়ে উঠতে পারে। এতে দেশ দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার শিকার হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, পিআর চাওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় বেশি আসন অর্জন। অন্য একটি উদ্দেশ্য হলো দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় আসতে না পারে। তিনি আরও বলেন, যারা কম জনপ্রিয়, তাদের জন্য পিআর পদ্ধতি বেশি সুবিধাজনক।
বিএনপির এই নেতা বলেন, সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে ভোট হবে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, যা জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে। তাই এ বিষয়টি যাচাই করতে জামায়াতকেও সংবিধান খতিয়ে দেখতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক বা অরাজনৈতিক দাবি মেনে জাতিকে বিপদের মুখে ফেলা যাবে না। বর্তমান সরকার সাংবিধানিকভাবে গঠিত, তাই সংবিধান রক্ষা করে আইনানুগভাবে দেশ পরিচালিত হবে।
জরিপের উদাহরণ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জরিপে দেখা গেছে প্রায় ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির সঠিক অর্থ জানে না। তবুও জামায়াত বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। তিনি বলেন, এ ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয়।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ