August 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 7:42 pm

পিএসজির স্কোয়াড ঘোষণা, নেই মেসি!

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একাধিক চোটের কারণে বুধবার দিবাগত রাতের ম্যাচের দলে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে রাখেননি কোচ মাউরিসিও পচেত্তিনো। লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে আগেভাগে মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে। ম্যাচটি পিএসজি জিতেছিল ২-১ গোলে। এবার ক্লাব নিশ্চিত করল, বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি ও হাঁটুর ব্যথায় লাইপজিগের বিপক্ষে খেলতে পারবেন না মেসি। পিএসজি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দেয়, ‘আঘাতের কারণে লিও মেসির বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিবোধ হচ্ছে এবং হাঁটুতেও ব্যথা।’ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলার সময় থেকে হাঁটু ব্যথায় ভুগছেন মেসি। বিশেষজ্ঞের চিকিৎসা নিতে স্পেনে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।