অনলাইন ডেস্ক :
দলটি ষষ্ঠ স্তরের। বলতে গেলে একদমই অপেশাদার। ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪ এর ড্র’তে কিনা রেভেলের প্রতিপক্ষের নাম ওঠে পিএসজি। যে দলে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। এমন প্রতিপক্ষ পেয়ে যেখানে ভয় পাওয়া উচিত সেখানে আনন্দ উৎসব করেছিল রেভেলের খেলোয়াড়রা। কারণ বিশ্বকাপজয়ী এমবাপ্পের সঙ্গে একই মাঠে খেলতে পারবেন তারা। কিন্তু এমন ম্যাচে এমবাপ্পে খেলানো হবে কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা। তাই সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় দলটির ফুটবলাররা এমবাপ্পেকে এই ম্যাচে খেলানোর অনুরোধ জানান। আর অনুরোধের ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। তাতে রেভেলকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি।
গত দুই আসরে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিততে পারেনি রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। এবার আর ট্রফি ফসকাতে দিতে চাইছে না দলটি। এই ম্যাচে এমবাপ্পেকে খেলানোর ব্যাপারে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন,’কিলিয়ান ম্যাচ খেলতে চেয়েছিল এবং সে যখন খেলতে চায় তখন কিছুই বলার থাকে না। যখন সে খেলে তখন আমরা সবাই জিতে যাই।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল