January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:00 pm

পিকআপ ভ্যানের চাপায় গাজীপুরে ৩ পথচারী নিহত

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা দিকে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।

তারা সবাই শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করত।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট—বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি