অর্থ পাচার মামলায় তুমুল আলোচিত আন্তর্জাতিক লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের দুই নারী সহযোগীকে বুধবার রাজধানী থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুই নারী হলেন- শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ(৩৭)। তারা পিকে হালদারের প্রধান সহযোগী পিপল’স লিজিং কোম্পানির পরিচালক খবির উদ্দিনের মেয়ে।
র্যাবের মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী এলাকা থেকে তাদের আটক করে।
হালদার ভারতের গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
হালদার আইএলএফএসএল -এর পরিচালকের দায়িত্ব পালনকালে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন গত ৮ জানুয়ারি হালদারের বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত করে প্রায় ২৭৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের তথ্য পায়।
—ইউএনবি
আরও পড়ুন
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে
আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া: মঈন খান
হাসিনার লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ