জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি হেলাল’ ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ভিডিও ব্যাপকভাবে আলোচনায় এসেছে। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। এছাড়া গত রোববার রাতে মিরপুরে প্রকাশ্যে এভাবেই কোপানো হয়েছে দুজনকে, এ ব্যাপারে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমাদের মনিটরিং অব্যাহত আছে। শীর্ষ সন্ত্রাসীসহ অন্য সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গোয়েন্দা পুলিশ কাজ করছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে রেজাউল তিনি আরও বলেন, আমরা খতিয়ে দেখবো। প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে ও শান্তিতে থাকতে পারে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন রয়েছে।
পিচ্চি হেলালের বিরুদ্ধে ৫ আগস্টের পর জোড়া খুনের মামলা হয়েছে। অন্যদিকে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ডিবি প্রধান বলেন, কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেবো না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
বলিউড অভিনেতার সঙ্গে তানজিন তিশা
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত দলগুলো
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা