October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 8:03 pm

পিছিয়ে গেল রাকসু নির্বাচন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে নতুন তারিখ নির্ধারণ করেছে।

এনএনবাংলা/