July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 6th, 2025, 11:35 am

পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ

 

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ২৩২ রানে থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩৯ রান খরচায় ৬ উইকেট নেন তানভীর।

ব্যাটিংয়ের শুরুতেই তানজীদ হাসান তামিমের বিদায়, এরপর পারভেজ হোসেন ইমনের ফিফটি। পরে হৃদয়ের ফিফটি আর বাকিদের অবদানে আড়াইশ ছোঁয়া সংগ্রহ।

সেটা তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ফিফটি করেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। প্রথম ১০ ওভারে তার ব্যাটিং ঝড়ে রীতিমতো অসহায় লাগছিল বাংলাদেশের বোলারদের। তবে এরপর টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার তানভীর ইসলাম। সেই যে চাপে পড়লো লঙ্কানরা, টাইগার বোলাররা সেই চাপ ধরে রাখলো ম্যাচের শেষ পর্যন্ত।

শেষ দিকে জেনিথ লড়াই করলেও সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে। আর তাতে বাংলাদেশ পেলো রোমাঞ্চকর এক জয়। যে জয়ে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

এমন পারফর্মম্যান্স করার পর জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। সেখানে অবশ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ভাসিয়েছেন প্রশংসায়। তানভীর বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ইন শা আল্লাহ। ক্যাপ্টেন বিশ্বাস দিয়েছিল এই রান ডিফেন্ড করা সম্ভব। আমি প্রথমে যখন ২ ওভারে ২২ রান দেই, তখন ক্যাপ্টেন আমাকে বলে বোলাররাই মাইর খায়, তুই উইকেট নিবি।’

‘পরে ক্যাপ্টেনকে আমি বলেছিলাম, আমি ওকে টাইট বোলিং করি। উনি বলেছেন, না তুই ওরে উইকেট নেওয়ার জন্য বল করবি। ক্যাপ্টেন আমাকে যে বিশ্বাস দিয়েছে, সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে— যোগ করেন এই স্পিনার।

এনএনবাংলা/আরএম