অনলাইন ডেস্ক :
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের, আর পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের ব্যস্ত সূচির কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। বিপিএলের কারণে পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। আগের সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের। সেটি এখন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সফরে দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। ভেন্যু এবং ম্যাচ সূচি এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলবেন শমিত–হামজারা