ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন।
এদিন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।
এ সময় ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুলকে আসামি করে আবেদন করা হয়।
মামলার আবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন।
৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. মোহাম্মদ ইউনূস সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা হাজার কোটি টাকার মানহানির শামিল।
—-ইউএনবি
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সামিটের আজিজ খান ও তার পরিবারের রিট নাকচ, ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল
ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান