অনলাইন ডেস্ক :
পিরোজপুর সদর উপজেলায় বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সাড়ে ১২টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে পুরুষ পাঁচজন ও দুইজন নারী।
তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চারজন মারা যান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন
দাকোপে পথসভায় ডা. শফিকুর রহমানঅনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল
সাভারে দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ভেকুচালককে ছাত্রদল কর্মী বানিয়ে সংবাদ সম্মেলন
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় খুকৃবি উপাচার্যের শোক