December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 27th, 2024, 8:27 pm

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরি পুনর্বহালের দাবি খুলনায় মানববন্ধন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:

পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবীতে খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন ও র‌্যালি করে বিডিআর কল্যাণ পরিষদ।

বুধবার (২৭ নভেম্বর ) সকাল ১১টায় শিববাড়ী মোড়ে মানববন্ধন শেষে র‌্যালি নিয়ে খুলনার শহীদ হাসিস পার্কে শেষ হয় ।

বিডিআর কল্যাণ পরিষদের খুলনা জেলা সমন্বয়ক মুন্নার সভাপতিত্বে খুলনা জেলায় চাকরীচ্যুত সকল বিডিআর ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, তৎকালীন ফ্যাসিষ্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করে। এরই অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র পূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে। ওই হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাৎ বরন করে।

ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। সীমান্ত থেকে ধরে নিয়ে এনে তাদের নামে মামলা দেয়, এমন কি ছুটিতে থাকা সদস্যদের ও এনে মামলা দেয় বিগত দিনের সরকার। ল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮৫২০ জন বিডিআরকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।