October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 5:18 pm

পি আর পদ্ধতিতে সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য ভাবে আয়োজন করতে হবে

রংপুর ব্যুরোঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এম পি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে  আগামী ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন সকলের অংশ গ্রহনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য ভাবে আয়োজন করতে হবে। এ লক্ষ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ এবং জাতির স্বার্থে সকল শান্তিকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল শুক্রবার তিনি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে আয়োজিত বিক্ষোভ পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামর কন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী আঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে র্নিবাচন করতে হবে। পিআর পদ্ধতিতে র্নিবাচন না হলে আর একটি ফ্যাসিষ্টের জন্ম হবে। স্বৈরাচার ফ্যাসিষ্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে। জামিায়াতে ইসলামী জালিমদের ফিরে আসার সুযোগ দেবে না। সকল গনতান্তিক মনা দলকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন টালবাহানা চলবেনা। এখনও ৫ মাস সময় আছে, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও খুনী এবং দুর্নীতিবাজদের বিচার করতে হবে। বিদ্যমান কাঠামো না বদলালে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের দান এর কিছুই হবে না। গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা সকল দলকে উপেক্ষা করে তাদের সাথে পরামর্শ না করে কেবল একটি দলের সাথে গোপন পরামর্শ করে বির্তকিত নির্বাচনী পদ্ধতি নিয়ে কাজ করছে।  এই নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।  তিনি বলেন, নির্বাচনের আগেই বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুম, নির্যাতন, গনহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে। জামায়াত সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের সহায়তায় ১৫ বছর ধরে জাতির উপর জুলুম-নির্যাতন এবং দেশের সম্পদ লুট াার মানুষ খুন করেছে। এজন্য একই সাথে ফ্যাসিষ্ট স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও তিনি দাবী জানান। তিনি বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের বিনিময়ে এদেশের মানুষ এখন ইসলাম মুখী হয়েছে। এই ফ্যাসিষ্টের বিরুদ্ধে দেশের র্স্বাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এ সময় সমাবেশে ফোরাম আব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস (এফডিইবি) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার শাহ্, জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল আমীন হাসান, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী,  হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী  অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী,ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ নুরুল হুদা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।