October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:20 pm

পীরগঞ্জে অভিমানে স্বামীর আত্মহত্যা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব :

পীরগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার পরে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) শেষ রাতে উপজেলার ফকিরা ফতেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জাহিদুল ইসলাম উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফকিরা ফতেপুর গ্রামের মৃত আব্দুল গফুর পাইকারের ছেলে। পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমানে তিনি বাড়ির আঙ্গিনায় জাম্বুরা গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেন।পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ রংপুর