পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে এফসাকল-এর উদ্যোগে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এর হলরুমে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে এফসাকল বাংলাদেশ এর সভাপতি মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজ্রকথার সভাপতি ও ডিএসসি বিজনেস টেক লিমিটেড এর চেয়ারম্যান এ জে এম সিরাজুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ এফসাকল এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুলতান আহমেদ সোনা ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক রফিকুল ইসলাম ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবুল করিম সরকার । বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল সরকার । ক্যামেরাম্যান মুন্না মন্ডল প্রমুখ। শেষে ওই কলেজে গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।
সৈয়দ রায়হান বিপ্লব
পীরগঞ্জ, রংপুর।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট