October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 19th, 2025, 6:24 pm

পীরগঞ্জে এফসাকল আয়োজনে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের  পীরগঞ্জে এফসাকল-এর উদ্যোগে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার  বিকাল ৩ ঘটিকার সময় পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এর হলরুমে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে এফসাকল বাংলাদেশ এর সভাপতি মোস্তাফিজুর রহমান  আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বজ্রকথার সভাপতি ও ডিএসসি বিজনেস টেক লিমিটেড এর চেয়ারম্যান এ জে এম সিরাজুল ইসলাম,  উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ এফসাকল এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুলতান আহমেদ সোনা ।

এ সময় আরও  উপস্থিত ছিলেন পীরগঞ্জ   মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক রফিকুল ইসলাম ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবুল করিম সরকার । বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল সরকার । ক্যামেরাম্যান মুন্না মন্ডল প্রমুখ। শেষে ওই কলেজে  গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

সৈয়দ রায়হান বিপ্লব

 

পীরগঞ্জ, রংপুর।