সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জামায়াতে ইসলামী
পীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমীন । প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার ঠিকানা কালচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মওলানা কবির_বিন আঃ সামাদ । সীরাতুন্নবী (সাঃ) সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ পৌর শাখার সভাপতি মওলানা মাহবুব হোসেন ও সঞ্চালনায় ছিলেন পৌরসভার সাধারণ সম্পাদক মওলানা তৌহিদুল ইসলাম লিমন ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মিজানুর রহমান। উপজেলা নায়েবে আমীর খাইরুল আযম বি এস সি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা একেএম ইদ্রিস আলী । জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আঃ আজিজ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, ওলামা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খাইরুল আমীন । পীরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু মুসা, বড় আলমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম রফিকুল, কাবিলপুর ইউনিয়ন শাখার আমীর আলহাজ্ব মুজিবুর রহমান । এছাড়াও পীরগঞ্জ উপজেলা শাখার সকল ইউনিয়নের সন্মানিত সভাপতি, সেক্রেটারি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মাসুম বিল্লাহ, মজনু ও রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি মাওলানা নুরুল আমিন বলেন, ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ফ্যাসিস্টরা পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্র করার পায়তারা করেছিল। তারা অর্থনীতি ধ্বংস ও ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশকে সম্পূর্ণ পঙ্গু করে নিজেদের আখের গুছিয়েছে। ছাত্র-জনতা দেশবিক্রির ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। জুলাই গণহত্যার সাথে জড়িতরা যেখানেই থাকুক তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সুবিধাবাধীরা যাতে দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে এবং রাসূলের আদর্শকে ধারণের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ ও জীবন দর্শন অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব। তারা তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত