December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:20 pm

পীরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত ২৮ অক্টোবর ২০০৬ সনে আওয়ামী লীগের লগিবৈঠা দিয়ে গণ হাড়ে মানুষ হত্যার প্রতিবাদে  এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায়  রংপুর টু ঢাকা মহাসড়ক পীরগঞ্জ বাসস্ট্যান্ড ওভার  পাসের নিচে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ সংসদীয় আসনের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মোঃ নুরুল আমিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নায়েবে আমীর, খাইরুল আযম বি এস সি, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল আজিজ আকন্দ,  সাবেক আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী,

মোঃ মেজবা উল হক, হাফেজ মাওলানা আরিফুল হক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।