December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 7:22 pm

পীরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে উপজলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক

আলোচনা সভা ও ৩ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান

সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ৩ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, মৎস্য অফিসার কাওছার আহম্মেদ ও সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই

শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৩ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা

জোগাবে। অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যাক্ত করেন।