July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 6:55 pm

পীরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে উঠছে নতুন অবৈধ ইটভাটা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সারাদেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চললেও রংপুরের পীরগঞ্জ উপজেলার ভাগজোয়ার কাশিমপুর গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও একটি নতুন ইটভাটা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ইছাহাক আলীর উদ্যোগে লোকালয়ের মাঝেই চিমনি ও ব্যাটারি বসানো হচ্ছে, যা জনস্বাস্থ্য ও কৃষির জন্য হুমকি হয়ে উঠছে।

সরেজমিনে দেখা গেছে, বসতবাড়ি, আবাদি জমি ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে নতুন করে নির্মাণ করা হচ্ছে ‘এইবি’ ব্র্যান্ডের ইটভাটা। পূর্বে একই মালিকানায় অন্য স্থানে পরিচালিত একটি ভাটা ভেঙে ফেলে পার্শ্ববর্তী এলাকায় এই নতুন ভাটা স্থাপন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ইটভাটার কারণে চারপাশে ছাই, ধোঁয়া ও শব্দদূষণে মানুষ অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হবে ফসলের জমি। তবে প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

ভাটা মালিক ইছাহাক আলী বলেন, “অনেকেই তো ব্যবসা করছে, আমি করলে দোষ কোথায়?” তিনি আরও প্রশ্ন তোলেন, “সরকার কাগজপত্র না দিলে কি ব্যবসা করা যাবে না?”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। কেউ যদি অনুমোদন ছাড়াই নতুনভাবে ইটভাটা নির্মাণ করে, তবে তা আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে।