August 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 8th, 2025, 7:50 pm

পীরগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি তাকিয়া জাহান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব :

পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২৪ পীরগঞ্জ ৬ আসনের সম্ভাব্য এমপি পদপ্রাথী সমাজসেবিকা তাকিয়া জাহান চৌধুরী। প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম। শানেরহাট যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ, এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক  হাফিজুর সরকার, বিভাগীয় সমন্বয়ক শ্রমিক উইং মাসুম বিল্লাহ্, কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি মাসুম বিল্লাহ, এনসিপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম আজাদ, মহসিন আলী সহ গণঅভুত্থানে  নিহত শহীদ সোহাগের বাবা রেজাউল ইসলাম প্রমুখ ।  খেলাটি জাগ্রত শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থা বনাম আলোর দিশারী তরুণ সংঘের মধ্যে সংঘটিত হয়। উক্ত খেলার ফলাফলে আলোর দিশারী তরুণ সংঘ ২ গোলে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি তাকিয়া জাহান চৌধুরী যুব সমাজের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য আয়োজক কতৃক গণমাধ্যম কর্মী বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারিক, অফিস সম্পাদক হানিফ মিয়া ।  পীরগঞ্জ প্রেস ক্লাব এর সদস্য ও আলোর সংবাদ ডটকম এর প্রকাশক সম্পাদক আব্দুল করিম সরকার ও মুন্না সরকার সহ অই এলাকার গুনীজনদের ফুল দিয়ে সংর্বধনা প্রদান করেন ।

প্রধান অতিথি তাকিয়া জাহান চৌধুরী বক্তব্যে বলেন, “খেলাধুলা একটি সমাজকে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে হলে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। আমি সবসময় খেলাধুলা ও সামাজিক উন্নয়নের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।” খেলা কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শরীর ও মন গঠনের অন্যতম উপায়। ফুটবল খেলা আমাদের শৃঙ্খলা, সহনশীলতা, দলবদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলি শেখায়। তাছাড়া, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখে। আজকের এই খেলার মাধ্যমে আমরা আশা করি, এলাকার তরুণরা উৎসাহিত হবে খেলাধুলায় অংশ নিতে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য এবং খেলোয়াড়দের অভিনন্দন জানাই তাদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য । সবার সহযোগিতায় আমরা আরও সুন্দর সমাজ ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারি, তাই আগামী নির্বাচনে সংদস সদস্য পদে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশা করছি ।

 

সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ, রংপুর